ষ আনন্দ সময় ডেস্ক মাদক সেবনের অভিযোগে শনিবার গ্রেফতার হন কমেডি কুইন ভারতী সিং। পরদিন রোববার সকালে তার স্বামী হর্ষ লিম্বাচিয়াকে গ্রেফতার করেছে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। তার বিরুদ্ধেও নিষিদ্ধ মাদক সেবনের অভিযোগ ছিল। আদালত তাদের দুজনকে কারাগারে পাঠিয়েছেন। এই দম্পতিকে আপাতত ৪ ডিসেম্বর পর্যন্ত হাজতে থাকতে হবে। শনিবার আন্ধেরিতে লোখান্ডাওয়া কমপ্লেক্সে ভারতীর ফ্ল্যাটে ও তার প্রযোজনা সংস্থার অফিসে তল্লাশি চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর গোয়েন্দারা। সব মিলিয়ে ৮৬ দশমিক ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তারপরই সমন পাঠানো হয় দুজনকে। কড়া জিজ্ঞাসাবাদের মুখে পড়ে গাঁজা সেবনের কথা স্বীকার করেন ভারতী ও হর্ষ। তারপরই তাদের গ্রেফতার করা হয়। কৌতুক চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন ভারতী। জনপ্রিয় শো ‘দ্য কপিল শর্মা শো’তে একটি কৌতুক চরিত্রে দীর্ঘদিন ধরে অভিনয় করছেন তিনি। ২০১৭ সালের ৩ ডিসেম্বর ভারতী সিংয়ের সঙ্গে চিত্রনাট্যকার হর্ষ লিম্বাচিয়ার বিয়ে হয়।