ষ নিজস্ব প্রতিবেদক
মেঘনা নদীর চাঁদপুরের মতলবে মকবুল-২ নামে যাত্রীবাহী লঞ্চে ডাকাতির ঘটনার ২১ ঘণ্টা পর মামলা হয়েছে। শুক্রবার রাত ৮টার পর মতলব উত্তর থানায় মামলাটি করেন লঞ্চের এক যাত্রী। সীমানা জটিলতায় ওই মামলা নিতে বিলম্ব হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
মতলব উত্তর থানার ওসি নাসির উদ্দিন মৃধা জানান, মেঘনা নদীর মতলব উত্তর থানা ও গজারিয়া থানার মধ্যবর্তী সীমানায় এ ডাকাতির ঘটনা ঘটে। সীমানা জটিলতার কারণে মামলা করতে বিলম্বিত হয়। মামলাটি থানায় রুজু হলে তদন্ত শুরু হয়েছে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টায় এমভি মকবুল-২ লঞ্চটি দুই শতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে মতলব উত্তরের ষাটনলের উদ্দেশ্যে ছাড়ে। রাত ১১টায় মেঘনা নদীর মুন্সীগঞ্জের গজারিয়া-চাঁদপুরের মতলব উত্তর মধ্যবর্তী স্থানে পৌঁছলে ২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল স্পিডবোর্ডে এসে লঞ্চে প্রবেশ করে। এ সময় ডাকতরা ফাঁকা গুলি ছুড়ে লঞ্চের চালক ও যাত্রীদের জিম্মি করে মোবাইল সেট, স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা লুট করে নিয়ে যায়।