আমিরাতে বাংলাদেশি ওমেন ইন ইউএ’র পিঠা উৎসব
আরব আমিরাত সংবাদ দাতা
|
![]() সিদরাতুল মুনতাহার পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অনুষ্ঠানে বিচারক হিসেবে ছিলেন ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম ইউএই’র সভাপতি ইয়াসমিন ইসলাম মেরুনা। দুবাই বাংলাদেশ মহিলা সমিতি’র (BWA) সাবেক সাধারণ সম্পাদক সেলিনা আখতার লীনা ও ফাহমী চৌধুরী। গ্রুপ এডমিন সাবিহা ইয়াসমিন তানিয়া আয়োজন সম্পর্কে বলেন প্রবাসের মাটিতে বাংলাদেশি নারীদের মাঝে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে সমুন্নত রাখতে এবং একে অপরের সুখ দুঃখে পাশে দাঁড়াতে ২০১৭ সালে অনলাইন ভিত্তিক আমাদের এই গ্রুপের যাত্রা শুরু করে, গত সাড়ে তিন বছরে আমরা অনেকটাই সফল বলে মনে করি। পিঠা উৎসবে আবহমান বাংলার প্রায় ২০ ধরনের পিঠার পসরা সাজানো হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরব আমিরাতে বসবাসরত সকল প্রদেশ থেকে আসা প্রবাসী বাংলাদেশী নারীরা, সকলের উপস্থিতিতে বাংলাদেশি নারীদের মিলনমেলায় রূপ নেয়। পিঠা প্রতিযোগীতায় তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয়, প্রথম স্থান অধিকার করেছেন শাহেনা আক্তার রাখী, দ্বিতীয় আয়েশা আরেফিন অনন্যা ও তৃতীয় হয়েছেন হাসি শারিনা। লাকি ড্রতে বিজয়ী হলেন সালমা আক্তার। প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার প্রদান ও সার্বিক সহযোগিতায় ছিল প্রাণ আর.এফ.এল গ্রুপ।
|