ষ ক্রীড়া ডেস্ক
করোনার উপসর্গ দেখা দেওয়ায় নিউজিল্যান্ড সফরে যাওয়া হলো না ফখর জামানের। করোনা টেস্টে নেগেটিভ রেজাল্ট পেলেও জ্বরে আক্রান্ত হওয়ায় এই ওপেনার আইসোলেশনে আছেন টিম হোটেলে এবং তাকে ছাড়াই সেখান থেকে শান্তিপ্রিয় দেশের পথ ধরেছে পাকিস্তান ক্রিকেট দল। ফখরের না যাওয়া প্রসঙ্গে দলের চিকিৎসক সোহেল সালিম বলেন, ‘ফখরের কোভিড টেস্টের রিপোর্ট শনিবার পেয়েছি যা নেগেটিভ এসেছে তবে আজ (সোমবার) তার জ্বর এসেছে। তার কন্ডিশন জানা মাত্র তাকে দল থেকে আলাদা করে টিম হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে।’ নিউজিল্যান্ডে পাকিস্তান তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে, সফর শুরু হবে ১৮ ডিসেম্বর। মূল লড়াইয়ে নামার আগে সেখানে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দুটো চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। পাকিস্তানের ‘অল-ফরম্যাট’ অধিনায়ক হওয়ার পর এটাই বাবর আজমের প্রথম সফর।