ষ ক্রীড়া ডেস্ক
একে তো টানা খেলার ক্লান্তি। তার ওপর আবার করোনা মহামারিতে নতুন বিড়ম্বনা ‘বায়ো সিকিউর বাবল’। এমতাবস্থায় এবারের বিগব্যাশ লিগ (বিবিএল) থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ডেভিড ওয়ার্নার। ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলবেন এই অস্ট্রেলিয়ান ওপেনার, তবে সেটা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর! অজি ক্রিকেটার বলেন, ‘আমাদের জন্য, যারা তিন ফরম্যাটের ক্রিকেটেই খেলি, তাদের জন্য অন্যকিছু খেলা কঠিন। এমনকি মাঝে কিছু সময় পেলে সেটা বিরতি বা বিশ্রাম হিসেবেই কাটানো দরকার হয়। ব্যক্তিগত জীবনে আমার তিন সন্তান আছে, স্ত্রী আছে। তাদের প্রতিও আমার কিছু দায়িত্ব আছে। সত্যি করে বললে, অস্ট্রেলিয়ার হয়ে যতদিন খেলছি, ততদিন আর বিগব্যাশ খেলব বলে মনে হয় না।’