ষ ক্রীড়া ডেস্ক
কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) প্রধান আহমেদকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ফিফা। শুধু তাই নয়, ২ লাখ ২০ হাজার মার্কিন ডলার জরিমানাও গুনতে হচ্ছে আফ্রিকান ফুটবলের এই শীর্ষ কর্তাকে। বিশ^ ফুটবলের গভর্নিং বডির তদন্তে দোষি সাব্যস্ত হওয়ায় এই শাস্তি দেওয়া হয়েছে তাকে। মার্চে হতে যাওয়া সিএএফ নির্বাচনে পুনরায় ভোটের লড়াইয়ে নামার পরিকল্পনা করছিলেন তিনি। নিষিদ্ধ হওয়ায় এখন আর সেটা সম্ভব হচ্ছে না। সোমবার ফিফা জানায়, তদন্তে দোষী প্রমাণিত হয়েছেন আফ্রিকান ফুটবল প্রধান। তিনি অনৈতিকভাবে উপহার গ্রহণ এবং অন্যান্য সুবিধা নিয়েছেন, ফান্ডের অপব্যবহার করেছেন।