বিবিসির প্রভাবশালী ১০০ নারীর তালিকায় দুই বাংলাদেশি
সময়ের আলো অনলাইন
|
![]() এবার বিবিসি যে বিষয়টিতে হাইলাইট করেছে তা হলো, যারা সমাজে পরিবর্তন আনতে নেতৃত্ব দিয়েছেন এবং মহামারির এই কঠিন সময়েও তাদের কাজের মাধ্যমে নিজেদের আলাদা করতে সক্ষম হয়েছেন। রিনা আক্তার সম্পর্কে বিবিসি জানিয়েছে, করোনাভাইরাস মহামারির সময়ে রিনা ও তার টিম ঢাকায় প্রতি সপ্তাহে অন্তত চারশো যৌনকর্মীকে খাবার সরবরাহ করেছেন। এ তালিকায় থাকা অন্যজন হলেন, রিমা সুলতানা রিমু একজন শিক্ষক এবং তিনি কক্সবাজার ভিত্তিক ইয়াং উইমেন লিডার্স ফর পিস এর একজন সদস্য। তালিকার ৮৫ নম্বরে তার নাম উঠে এসেছে। রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি মোকাবিলায় রিমা তার মানবিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন।
|