ষ নিজস্ব প্রতিবেদক
দৈনিক সময়ের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক কমলেশ রায়ের মা দীপালি রায় (৬৭) পরলোকগমন করেছেন (দিব্যান লোকান স্ব-গচ্ছতু)। সোমবার রাত ১টার দিকে তিনি শেষ নিশ^^াস ত্যাগ করেন।
কয়েকদিন ধরে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত জটিলতায় রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি ছিলেন দীপালি রায়। তিনি ফরিদপুরের বিশিষ্ট শিক্ষক প্রয়াত কালীপদ রায়ের স্ত্রী। তিনি এক মেয়ে, দুই ছেলে, জামাতা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দীপালি রায়ের প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এম এম এনামুল হক, ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ ও ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল হক নাবিল। দৈনিক সময়ের আলোর প্রকাশক গাজী আহমেদ উল্লাহ, নির্বাহী সম্পাদক শাহনেওয়াজ দুলালসহ সময়ের আলো পরিবারও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। সভাপতি রাহাদ সুমন ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা এক বিজ্ঞপ্তিতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।