জিজ্ঞাসা : স্বর্ণলঙ্কার মহিলাদের পোশাকতুল্য। কিন্তু বর্তমানে দেখা যায় অনেক পুরুষ স্বর্ণের চেইন কিংবা স্বর্ণের আংটি পরিধান করে থাকেন। আবার অনেকে এগুলোসহই নামাজ আদায় করেন। প্রশ্ন হচ্ছেÑ এসব অলংকারাদি পরিহিত অবস্থায় নামাজ আদায় করলে নামাজ সহিহ হবে কি?
জবাব : স্বর্ণের চেইন বা আংটি পরিধান করা পুরুষের জন্য সম্পূর্ণ হারাম ও কবিরা গুনাহ। এরূপ হারাম বস্তু অথবা অন্য কোনো হারাম পোশাক পরিধান করে নামাজ আদায় করা আরও মারাত্মক অপরাধ ও গুনাহ। এ অবস্থায় নামাজ আদায় করলে যদিও তা আদায় হবে, কিন্তু মাকরূহে তাহরিমি ও মারাত্মক গুনাহ হবে। মাসআলা না জেনে এগুলো করে থাকলে মাসআলা জানার পর অবশ্যই স্বর্ণালঙ্কার খুলে ফেলা জরুরি। (তিরমিজি : ১/৩০২; ফাতাওয়া শামি : ১/৪০৪; আহসানুল ফাতাওয়া : ৩/৪১৩; ফাতাওয়া রাহমানিয়া : ১/৩০৪)
ষ ইসলামের আলো ডেস্ক