নারী শ্রমিকের পাশে দীপা
আনন্দ সময় প্রতিবেদক
|
গৃহশ্রমিকদের অধিকার, মর্যাদা ও সুরক্ষায় ‘সুনীতি’ চার বছর মেয়াদি একটি প্রকল্প পরিচালনা করে আসছে। সুনীতির শুভেচ্ছাদূত হয়ে জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে অংশ নেন অভিনেত্রী দীপা খন্দকার। এতে অংশগ্রহণ প্রসঙ্গে দীপা বলেন, ‘সুনীতির চার বছরের এই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে নারী গৃহ শ্রমিকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মাধ্যমে তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সংগঠিত করা, তাদের নিরাপদ ও শোভন কর্ম পরিবেশন নিশ্চিত করা, গৃহকর্মকে একটি প্রাতিষ্ঠানিক কাজ হিসেবে অন্তর্ভুক্তি ও রাষ্ট্রীয় স্বীকৃতি এবং নীতিনির্ধারক, সরকার ও সমাজে গৃহকর্মের সম্মানজনক অবস্থান তৈরির মাধ্যমে বাংলাদেশের নারী গৃহ শ্রমিকদের সার্বিক কল্যাণ সাধন করা। নারীদের অধিকার আদায়ে সুনীতির সঙ্গে থেকে কাজ করে যাব।’ এদিকে দীপা খন্দকার নিয়মিত নাটকে অভিনয় করছেন। এরই মধ্যে তিনি মাজনুন মিজানের পরিচালনায় ‘যৌথ প্রযোজনা’ নাটকের কাজ শেষ করেছেন। এ ছাড়াও মীর সাব্বিরের প্রযোজনায় তিনি ‘ডকুড্রামা’, ‘ভালোবাসার বাগান’ নাটকের কাজও শেষ করেছেন। |