ইচ্ছে দহন
আনন্দ সময় প্রতিবেদক
|
জামশেদের মূল ব্যবসা সে একজন নারী পাচারকারী, নানা কৌশলে গ্রাম কিংবা শহর থেকে দালালের মাধ্যমে ঢাকা নিয়ে এসে সেখান থেকে পাচার করে। এবার চোখ পড়েছে তারই অফিসের নাইটগার্ডের মেয়ে অন্তরার ওপর। টাকার লোভে বাবার বয়সি লোকটিকে বিয়ে করতে হয় অন্তরাকে। মূলত তাকেও পাচার করার জন্যই এমন গল্প সাজানো হয়েছে। বিষয়টি অন্তরা টের পায়। এক দিন ভোরে বাড়ি থেকে পালিয়ে যায়। আচমকা উবার ড্রাইভার জোসেফের গাড়িতে মারাত্মক দুর্ঘটনায় পড়ে অন্তরা। এভাবেই এগিয়ে চলে ‘ইচ্ছে দহন’ নাটকের গল্প। আসাদুজ্জামান সোহাগের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, আব্দুন নূর সজল, সালাহ খানম নাদিয়া প্রমুখ। আজ রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচার হবে নাটক ইচ্ছে দহন। |