না ফেরার দেশে ডিয়েগো ম্যারাডোনা। চিরনিদ্রায় যাওয়ায় ফুটবল কিংবদন্তির স্মৃতিই এখন শোকাহত বিশে^র সম্বল, যা হৃদয়ে ধারণ করতে এবং নিজেদের মাঝে আর্জেন্টাইন ফুটবলারকে বাঁচিয়ে রাখতে মরিয়া প্রত্যেকে। এরই প্রেক্ষিতে উঠল দাবি, অবসরে যাক জার্সি ‘নাম্বার-১০’।
সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ম্যারাডোনা ১০ নাম্বার জার্সির সমার্থক, যা পরে তিনি ১৯৮৬ সালে বিশ^কাপ জিতিয়েছেন আর্জেন্টিনাকে। নাপোলি, বার্সেলোনা এবং বোকা জুনিয়র্সেও একই নাম্বারের জার্সি গায়ে জড়িয়েছেন তিনি, যা বিশ^ ফুটবলে আভিজাত্যের প্রতীক। কিন্তু এখন যখন চিরবিদায় নিলেন ম্যারাডোনা তখন এই কিংবদন্তির জার্সি অবসরে পাঠানো উচিত ফিফারÑ এমন দাবিই জানালেন অলিম্পিক মার্শেই কোচ আন্দ্রে ভিয়াস-বোয়াস।
ফুটবল কিংবদন্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করে মার্শেই বস ভিয়াস-বোয়াস বলেছেন, ম্যারাডোনাকে সম্মান জানানোর সেরা উপায় তার জার্সিটি অবসরে পাঠানো, ‘ম্যারাডোনার দুঃসংবাদ শুনলাম, এটা মেনে নেওয়া কষ্ট হচ্ছে। আমি চাই ফিফা সব প্রতিযোগিতা থেকে সব দল থেকে ১০ নম্বর জার্সিটি অবসরে পাঠাক। তার জন্য এটাই হবে আমাদের সেরা সম্মান। বিশ^ ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি হলো।’