ফুটবলে ডিয়েগো ম্যারাডোনার প্রজন্মে ছিলেন আরেক কিংবদন্তি, পেলে। দুজনের দ্বৈরথ ছিল দুর্দান্ত। এদের একজন ম্যারাডোনা ত্যাগ করেছেন পৃথিবীর মায়া, যার সঙ্গে স্বর্গেও খেলতে চান পেলে।
নিজেদের প্রজন্মে প্রতিদ্ব›িদ্বতা দারুণ উপভোগ করেছেন ম্যারাডোনা-পেলে। ভিন্ন দুই দেশের অন্যতম সেরা দুই তারকা মাঠে প্রতিপক্ষ হলেও মাঠের বাইরে একে অন্যের প্রতি বরাবরই বজায় ছিল সম্মান এবং চমৎকার বন্ধুত্বও। প্রিয়জনকে হারিয়ে তাই শোকার্ত ব্রাজিলিয়ান কিংবদন্তি। তাই তো বুধবার রাতে না ফেরার দেশের পাড়ি জমানো ম্যারাডোনাকে বিশেষ বার্তাই দিলেন তিনি।
পেলে বলেন, ‘কী কষ্টের সংবাদ। আমি অসাধারণ এক বন্ধুকে হারালাম আর বিশ^ হারাল একজন কিংবদন্তিকে। অনেক কিছু বলার রয়ে গেছে, তবে এই মুহূর্তে ঈশ^র তার পরিবারের সদস্যদের শক্তি দিন। একদিন, আশা করি, আমরা একসঙ্গে স্বর্গে ফুটবল খেলব।’