ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

মাশরাফির সুপারস্টার সাকিবের আইকন
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০, ১১:৪৬ পিএম  (ভিজিট : ৯৯)
ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশের ক্রিকেটাররা। ফুটবল ঈশ^রকে ‘সুপারস্টার’ মানা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এক ফেসবুক পোস্টে লেখেন, ‘তোমার থেকে বড় সুপারস্টার আমার চোখে আর কেউ ছিল না, আর আসবেও না। ব্যক্তি জীবনে তুমি আমার একমাত্র সুপারস্টার ছিলে, যাকে আমি একবার হলেও সামনে থেকে দেখতে চেয়েছিলাম। তোমার বাঁ পায়ের আঁকা নিখুঁত গোলের ছবিগুলো মনের ক্যানভাসে থেকে যাবে আজীবন। ভালো থেকো ওপারে জাদুকর... দ্য ড্রিবলিং মাস্টার, ডিয়েগো ম্যারাডোনা।’
টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান শোক প্রকাশ করে লেখেন, ‘এমন কিছু খেলোয়াড় থাকেন, যারা সব প্রজন্মের আইকন, কিছু আছেন প্রজন্ম থেকে প্রজন্মে যাদের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে এবং খেলাটির পরিচয় হয়ে ওঠেন। ডিয়েগো ম্যারাডোনা তেমনি একজন, যিনি ফুটবল খেলাটির সঙ্গে একাত্ম হয়ে গেছেন। মাঠের ভেতর তিনি ছিলেন বিখ্যাত, মাঠের বাইরে উল্টো। সবকিছুই তিনি নিজের মতো করে করেছেন, ভুল হোক বা ঠিক! তার অবিশ^াস্য ফুটবল প্রতিভা, প্রখরতা ও ফুটবলের প্রতি ভালোবাসার কথা না বললেই নয়। তার মতো কিংবদন্তিদের জন্যই ফুটবল এগিয়ে যাবে এবং আমাদের মোহিত করে যাবে।’
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাতীয় দলের বিধ্বংসী পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘চিরবিদায় ফুটবলের জাদুকর, আর্জেন্টাইন ফুটবলের রাজপুত্র। এক সময়ে জাতীয় দলে খেলা শাহরিয়ার নাফিস তুলে ধরেছেন মাঠের ভেতরে-বাইরের ম্যারাডোনাকে, ‘মাঠের বাইরে তিনি আদর্শ ছিলেন না। তবে মাঠের ভেতরে কেউ তার সমান ছিল না। আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই, আমাকে ফুটবল ভালোবাসানোর জন্য। আপনি সর্বকালের সেরা ফুটবলার। আপনি সবসময় আমাদের হৃদয়ে থাকবেন...।’
এ ছাড়াও তামিম ইকবাল, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমানরা সবাই ম্যারাডোনার ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘শান্তিতে ঘুমাও, কিংবদন্তি।’ শুধু ক্রিকেটাঙ্গনে নয়, লাল-সবুজ দেশের ক্রীড়াঙ্গন শোকাহত আর্জেন্টাইন কিংবদন্তির চিরবিদায়ে।






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close