সদ্যপ্রয়াত ডিয়েগো ম্যারাডোনা খেলোয়াড়ি জীবনে বেশিরভাগ সময় কাটিয়েছেন ইতালির ক্লাব নাপোলিতে। তার সম্মানে নাপোলির সান পাওলো স্টেডিয়ামের নামকরণ করার প্রস্তাব দিয়েছেন শহরটির মেয়র লুইজি ডি ম্যাজিস্ট্রিস। এক টুইট বার্তায় ডি ম্যাজিস্ট্রিস বলেন, ‘সান পাওলো স্টেডিয়ামের নামটি ম্যারাডোনার নামে করা হোক।’
ম্যারাডোনার মৃত্যুর খবর পাওয়ার পর তার সম্মানে বুধবার পুরো স্টেডিয়ামটি আলোকিত করে রাখা হয়। এ সময় শোকাহত ম্যারাডোনার ভক্তরা সমবেত হয় স্টেডিয়ামের বাইরে। ম্যারাডোনার নেতৃত্বেই ১৯৮৭ ও ১৯৯০ সালে দুটি লিগ শিরোপা জিতেছিল নাপোলি। সেই সুবাদে অখ্যাত শহর নেপলস বেশ পরিচিতি পায়। ম্যারাডোনার মৃত্যুর খবর শোনার পর রাস্তায় নেমে পড়ে শহরটির শোকার্ত ভক্তরা।
শহরটির মেয়র আরও বলেন, ‘ডিয়েগো আমাদের নাগরিকদের স্বপ্নদ্রষ্টা। তিনি তার প্রতিভা দিয়ে আমাদের শহরটিকে আলোকিত করেছিলেন, আমাদের সুখী করেছিলেন। সবাই তাকে ভালোবাসে।’ নাপোলির মালিক ও সভাপতি অরেলিও দে লরেন্টিয়াস আরএমসি রেডিওকে বলেন, ‘স্টেডিয়ামের নাম হতে পারে সান পাওলো-ম্যারাডোনা।’