সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের তিন যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, সিলেট
|
![]() নিহতরা হলেন, সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৪ নম্বর সাতবাঁক ইউনিয়নের কুওরেরমাটি গ্রামের আবদুল খালিকের ছেলে মাশুক আহমদ (৩৫) ও নুর আহমদের ছেলে আবদুস শুকুর (৩২) এবং জকিগঞ্জ উপজেলার গঙ্গারজল গ্রামের মাইক্রোবাসচালক সিরাজ উদ্দিন (৪০)। সৌদি আরবের স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তায়েফ তুরাবার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কানাইঘাট পৌরসভার বায়মপুর গ্রামের জালাল আহমদ (৩৯)। জানা গেছে, ওইদিন সকালে মাইক্রোবাসে করে কর্মস্থলে যাচ্ছিলেন সিলেটের তিনজন। পথে তায়েফ তুরাবায় অপর একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুইজন। গুরুতর আহত অবস্থায় আরও দু’জনকে হাসপাতালে নেয়া হলে সেখানে একজন মারা যান। কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের সদস্য আবদুন নুর জানান, করোনাকালীন আবদুস শুকুর গ্রামের বাড়িতেই ছিলেন। দেড় মাস আগে তিনি সৌদি আরবে যান। তিনি বলেন, কুওরেরমাটি গ্রামে ও নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম।
|