আলী যাকেরের মৃত্যুতে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর শোক
নিজস্ব প্রতিবেদক
|
আজ শুক্রবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলী যাকেরের (৭৬) ইন্তেকাল করেছেন। প্রতিমন্ত্রী আজ এক শোক বার্তায় বলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক , প্রগতিশীল সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের-এর সাথে আমার অনেক দিনের পরিচয়। তাঁর অভিনয়, বাচনভঙ্গি, কথা বালার শৈলী আমাকে বিমুগ্ধ করতো। নন্দিত এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন একাধারে অভিনেতা, পরিচালক, নির্দেশক, কলামিস্ট, নাট্য সংগঠক ও স্বনামধন্য বিজ্ঞাপনী সংস্থার কর্ণধার। সকল ক্ষেত্রেই তিনি ছিলেন সফল। দেশের শিল্পকলা ও সাংস্কৃতিক অঙ্গনে আলী যাকেরের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
|