বসুন্ধরা গ্রæপের কারিগরি উপদেষ্টা মো. মোজাম্মেল হোসেন মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় এ শিল্প গোষ্ঠী। শুক্রবার শেষ নিশ^াস ত্যাগ করেন মোজাম্মেল হোসেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। শোকবার্তায় বলা হয়, মো. মোজাম্মেল হোসেনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বসুন্ধরা পরিবারের তিন যুগের প্রিয় মুখ মো. মোজাম্মেল হোসেনের কর্মময় জীবন সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ১৯৫০ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন মো. মোজাম্মেল হোসেন।