কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ^বিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় এবং হবিগঞ্জ
কৃষি
বিশ^বিদ্যালয়। নতুন তিন পাবলিক বিশ^বিদ্যালয়ের কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
এসব বিশ^বিদ্যালয়ের মধ্যে রয়েছেÑ কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বিশ^বিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি
বিশ^বিদ্যালয়। বর্তমানে এসব বিশ^বিদ্যালয় দৃশ্যমান করতে সিন্ডিকেট গঠন, ভবন
নির্মাণ ও অনুষদ তৈরিসহ সব কার্যক্রম শুরু করা হবে বলে জানা গেছে। জানা
গেছে, রাষ্ট্রপতির আদেশক্রমে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও
উচ্চশিক্ষা বিভাগ থেকে আলাদা তিনটি আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়েছে,
আগামী ১৭ ডিসেম্বর থেকে হবিগঞ্জ কৃষি বিশ^বিদ্যালয় আইন-২০২০ ও বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান আইন-২০২০ কার্যকর করা হবে। ৮ ডিসেম্বর থেকে চাঁদপুর
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়
আইন-২০২০ কার্যকর করা হবে বলে আদেশ
জারি করা হয়েছে। সেপ্টেম্বর মাসে বিভিন্ন সময়ে জাতীয় সংসদে এই তিন পাবলিক
বিশ^বিদ্যালয়ের আইন পাস করা হয়। বর্তমানে তা কার্যকর করতে সিন্ডিকেট গঠন,
উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শুরু, জনবল নিয়োগ, ভবন নির্মাণ, অনুষদ তৈরি,
শিক্ষার্থী ভর্তিসহ বিশ^বিদ্যালয়ে পাঠদান শুরু করতে সব দৃশ্যমান প্রস্তুতি
শুরু করা হবে।
সাধারণ দুই বিশ^বিদ্যালয়ের আইনে বলা হয়েছে, এই আইন ও
কমিশন আদেশের বিধান সাপেক্ষে বিজ্ঞান, কলা, মানবিক, সমাজবিজ্ঞান, আইন,
ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা বিষয়সহ জ্ঞানবিজ্ঞানের নতুন নতুন শাখায়
স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাদান, গবেষণা জ্ঞানের সৃজন, উৎকর্ষ সাধন
ও বিতরণের ব্যবস্থা করা। এ ছাড়া কর্মদক্ষ জনসম্পদ সৃষ্টির জন্য আধুনিক
প্রযুক্তি পেশা, বৃত্তি ও অর্থনৈতিক চাহিদার ভিত্তিতে উচ্চশিক্ষার
নির্ধারিত মানদÐ অনুযায়ী স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাশাপাশি আধুনিক
পাঠদান পদ্ধতি অনুসরণ করে অনলাইন দূরশিক্ষণ, ক্যাম্পাসভিত্তিক শিক্ষাদানের
সমন্বয়ে শিল্প, বাণিজ্য, সমাজ ও অর্থনীতি সংশ্লিষ্ট সীমিত ও দীর্ঘমেয়াদি
কোর্স প্রণয়ন ও পরিচালনা করা।
অন্যদিকে কৃষি বিজ্ঞান ও প্রযুক্তির
ক্ষেত্রে বিশে^র সঙ্গে সঙ্গতি রেখে জাতীয় পর্যায়ে কৃষিবিজ্ঞানে উন্নত
শিক্ষাদানের পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও প্রচলিত অন্যান্য বিষয়ে উচ্চতর
শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি করা এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনসহ দেশে
কৃষি,
বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার সম্প্রসারণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর
প্রতিশ্রæতির অংশ হিসেবে হবিগঞ্জ জেলায় এই কৃষি বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার
উদ্যোগ নেওয়া হয়েছে বলে আইনে উল্লেখ করা হয়েছে।
ষ