আজীবন সম্মাননায় আতাউর রহমান
আনন্দ সময় প্রতিবেদক
|
বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিআরএ) রজতজয়ন্তী উপলক্ষে আজীবন সম্মাননা পেয়েছেন মঞ্চসারথী আতাউর রহমান। শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। সংগঠনের সাধারণ সম্পাদক দুলাল খানের পরিচালনায় সভাপতিত্ব করবেন অভি চৌধুরী। অনুষ্ঠান উদযাপন কমিটির চেয়ারম্যান হলেন মিডিয়াব্যক্তিত্ব বেনু শর্মা ও সদস্য সচিব সুমন পারভেজ। |