অস্ট্রেলিয়া থেকে ওয়াইনের ওপর ২১২ শতাংশ শুল্কারোপ চীনের
সময়ের আলো ডেস্ক
|
অস্ট্রেলিয়া থেকে আমদানি করা সব ধরনের ওয়াইনে ২০০ শতাংশেরও বেশি শুল্কারোপ করেছে চীন। ফলে দুদেশের মধ্যে সম্প্রতি বাণিজ্যিক সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠল। শুক্রবার চীনা নীতিনির্ধারকরা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে প্রতারণার প্রমাণ পাওয়ায় অস্ট্রেলীয় ওয়াইন আমদানিতে চড়া শুল্কারোপ করা হয়েছে। চীনা বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আগামী শনিবার থেকে অস্ট্রেলীয় ওয়াইন আমদানিতে ১০৭ দশমিক ১ শতাংশের পরিবর্তে ২১২ দশমিক ১ শতাংশ শুল্ক আদায় করা হবে। গত আগস্টে চীনা ওয়াইন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমদানি করা অস্ট্রেলীয় ওয়াইনে অনৈতিক ভর্তুকি সংক্রান্ত তদন্ত শুরু করেছিল চীন। চীনা নীতিনির্ধারকরা তখন জানিয়েছিলেন, তারা ওয়াইন খাতে অস্ট্রেলীয় সরকারের অনৈতিক ভর্তুকি দেওয়ার বিষয়ে পাওয়া ৪০টি অভিযোগ তদন্ত করবেন। এখন চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলছে, তারা ওইসব অভিযোগের সত্যতার বিষয়ে নিশ্চিত হয়েছে, যেগুলোর কারণে চীনের অভ্যন্তরীণ ওয়াইন শিল্পের ক্ষতি হচ্ছিল। চীন সরকারের নতুন এ সিদ্ধান্তের ফলাফল অস্ট্রেলিয়ার জন্য ভয়াবহ হতে পারে। |