কাশ্মিরে ফের গোলাগুলিতে নিহত দুই ভারতীয় সেনা
সময়ের আলো ডেস্ক
|
ভারতশাসিত কাশ্মিরে পাকিস্তানের সঙ্গে সীমান্ত বিভাজনকারী রেখা লাইন অব কন্ট্রোলে (এলওসি) দুদেশের সেনাদের গোলাগুলিতে প্রাণ হারিয়েছে দুই ভারতীয় জওয়ান। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার। ভারতের সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সম্পূর্ণ বিনা প্ররোচনায় শুক্রবার সীমান্তের নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের সেনারা গুলি করলে ভারতীয় সেনারা এর পাল্টা জবাব দিলে আমাদের দুই সেনা নিহত হয়। এনডিটিভির অনলাইন প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাজৌরি জেলার সুন্দরবনি এলাকায় অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সেনার হামলায় নিহতরা হলেন নায়েক প্রেম বাহাদুর খতরি এবং রাইফেল ম্যান সুখবীর সিং। |