ই-পেপার শনিবার ২০ এপ্রিল ২০২৪
শনিবার ২০ এপ্রিল ২০২৪

অনলাইন সেমিনারে বক্তারা
মানুষের সচেতনতাই পারে করোনার দ্বিতীয় ঢেউ থেকে সুরক্ষা দিতে
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২০, ১১:১০ পিএম  (ভিজিট : ৯৫)
টিকার অপেক্ষায় না থেকে সচেতনতার মাধ্যমে বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার পরামর্শ দিয়েছেন ইস্ট ওয়েস্ট বিশ^বিদ্যালয়ের সোশ্যাল রিলেশন্স বিভাগ আয়োজিত অনলাইন সেমিনারের (ওয়েবিনার) বক্তারা। বুধবার রাতে গুগল মিট অ্যাপে অনুষ্ঠানের প্রধান বক্তা ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের (নিপসম) সহকারী অধ্যাপক ডক্টর নাসরিন ফারহানা বলেন, দুই সপ্তাহ আগে নিপসমের ল্যাবে করোনার নমুনা পরীক্ষার মধ্যে মাত্র ১০-১২ ভাগ পজিটিভ রেজাল্ট আসে।
কিন্তু এখন তা ২০-২৫ ভাগ। পুরোপুরি সচেতন না হলে বিশেষ করে প্রবীণরা প্রবল ঝুঁকির মধ্যে পড়তে পারেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট বিশ^বিদ্যালয়ের গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের (সিআরটি) চেয়ারপারসন ডক্টর রফিকুল হুদা চৌধুরী, সোশ্যাল রিলেশন্স বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ডক্টর মোবারক হোসেন খান এবং একই বিভাগের সিনিয়র লেকচারার ডাক্তার মারজিয়া জামান সুলতানা। বিজ্ঞপ্তি।






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close