নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নে অবস্থিত ‘চোরের ভিটা’ গ্রাম ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন করেছে গ্রামবাসী। বুধবার জেলা স্থানীয় জেলা প্রশাসকের মাধ্যমে এ আবেদন করার পাশাপাশি নিজ গ্রামে তারা মানববন্ধনও করেছেন।
মানববন্ধনে গ্রামের সচেতন নাগরিক মোহাম্মাদ মাহবুবুর তালুকদার, হালিম খান ও মো. হারুন-অর-রশিদসহ অনেকেই বলেন, একসময় এ গ্রামে জমিদারের খাজনা আদায়ের বই হারিয়ে গেলে জমিদার ক্ষিপ্ত হয়ে গ্রামটির নামাকরণ করেন ‘চোরের ভিটা’। পরে ১৯৯১ সালে গ্রামের নামে স্থাপিত হয় একটি প্রাথমিক বিদ্যালয়ও। সেই থেকে ওই গ্রাম ও বিদ্যালয়ের নাম বলতে গিয়ে বিভিন্ন সময় গ্রামবাসীর পেতে হয় লজ্জা। কখনও কখনও হতে হয় অপমানিতও। এ নাম অসম্মানজনক ও হাস্যকর। তাই আমরা ‘চোরের ভিটা’ নামের পরিবর্তন চাই দ্রæত।
এ বিষয়ে নেত্রকোনোর জেলা প্রশাসক কাজী আবদুর রহমান বলেন, নাম পরিবর্তনের জন্য ওই গ্রামবাসীর পক্ষ থেকে একটি আবেদন এসেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।