উখিয়ায় ইয়াবা ব্যাবসায়ীর হামলায় এনজিও কর্মকর্তা আহত
উখিয়া(কক্সবাজার) প্রতিনিধি
|
![]() আহতদেরকে স্থানীয় লোকজন রক্তাত্ত অবস্থায় উদ্ধার করে উখিয়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আহত এনজিও কর্মকর্তারা হলেন,রাজু আহমেদ,জয়নাল আবেদীন। ঘটনাটি ঘটেছে শনিবার ২৮ নভেম্বর দুপুর ১২ টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া- করইবনিয়া গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রহিম। স্থানীয়রা জানান,উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া সেকান্দরের পুত্র হারুনের বাড়ি হতে করইবনিয়া কবর স্থান সংলগ্ন মসজিদ পর্যন্ত মাটি দিয়ে রাস্তাটির সংস্কার কাজ চলছে। গত ১৮ নভেম্বর থেকে অবহেলিত রাস্তাটির কাজ পুরোদমে শুরু হয়। প্রকল্পের কাজ শেষ হবে চলতি মাসের ৩০ নভেম্বর। এ রাস্তার উন্নয়নে কাজে অর্থ ব্যয় করেছেন এনজিও সংস্থা কানাডা ইএসডিও। এব্যাপারে জানতে চাইলে,সাবেক ইউপি সদস্য মোরশেদ আলম ঘটনার কথা অস্বীকার করে। |