সম্পর্কের জটিল রসায়নের গল্পে ‘মেন্টাল প্যান্ডামিক’
নিজস্ব প্রতিবেদক
|
![]() ‘মেন্টাল প্যান্ডামিক’ গল্পে মূলত তুলে ধরা হয়েছে যাদু বাস্তবতা, যা কিনা ছকবাঁধা জীবনের একটু অন্যরকম গল্প, পরম যাদু। নারী পুরুষের সম্পর্কের জটিল রসায়ন, কল্পনা আর বাস্তবের সংঘর্ষসহ নানা চমক নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ। মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ ও আনন্দ খালেদের রচনায় এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন দোলন দে ও আনন্দ খালেদ। প্রযোজনা করেছে টিম ইউটিউবার বিডি। মৌলিক গল্পে নির্মিত স্বল্পদৈর্ঘ্য প্রযোজনাটি মুক্তি পেয়েছে ২৬ নভেম্বর। টিম ইউটিউবার বিডি সংগঠনের নিজস্ব ইউটিউব চ্যানেল নিউয়েরা ফিকশনে পাওয়া যাচ্ছে ল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। ‘মেন্টাল প্যান্ডামিক’ নিয়ে মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ বলেন, এটি মূলত হিউম্যান সাইকোলজি নিয়ে তৈরি। প্রতিটি মানুষের একটা মোহ থাকে, একটা জগতের প্রতি হাতছানি থাকে, একটা স্বপ্নের আকাঙ্ক্ষা থাকে। অনেক সময় সেগুলোর দিকে এগোতে এগোতে গিয়ে পতনও হয়ে যায়। তখন মানুষ বুঝতে পারে, একটা মানুষের ভেতর অনেকগুলো মানুষ থাকে, অনেকগুলো পৃথিবী থাকে। ‘মেন্টাল প্যান্ডামিক’ মূলত সেই বিষয়গুলো নিয়েই তৈরি। অভিনেতা আনন্দ খালেদ বলেন, ‘মেন্টাল প্যান্ডামিক’ একটি অন্য ধরনের গল্প। যে গল্প প্রতিটি মানুষের ভেতরেই কোন না কোনভাবে সুপ্ত রয়েছে। কিন্তু সেটা প্রকাশ করা হয়ে ওঠে না সবসময়। এখানে সেটিই তুলে ধরা হয়েছে। মেন্টাল প্যান্ডামিকে দর্শকেরা অন্য রকম ভাবনার খোরাক পাবেন।
|