ই-পেপার শনিবার ২০ এপ্রিল ২০২৪
শনিবার ২০ এপ্রিল ২০২৪

দূরপাল্লা সাঁতারে ফয়সাল-নাঈমা সেরা
প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২০, ১০:০২ পিএম  (ভিজিট : ১০৯)
ষ ক্রীড়া প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের মধুমতী নদীতে অনুষ্ঠিত হয়েছে ১৭তম জাতীয় দূরপাল্লা সাঁতার। এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে সেরা হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ, নারী বিভাগে সেরা হয়েছে একই বাহিনীর প্রতিযোগী নাঈমা আক্তার। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল। পুরুষদের প্রতিযোগিতা মধুমতী নদীর কংশুর থেকে শুরু হয়, শেষ হয় ১০ কিলোমিটার দূরবর্তী হরিদাসপুর ব্রিজে। ১ ঘণ্টা ১ মিনিট ২৪ সেকেন্ড সময় নিয়ে অংশ নেওয়া সাত প্রতিযোগীর মধ্যে সবার আগে সাঁতার শেষ করেন ফয়সাল। ১ ঘণ্টা ৩ মিনিট ২৭ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন জুয়েল আহমেদ। ১ ঘণ্টা ৪ মিনিট ৭ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন বাংলাদেশ নৌবাহিনীর মো. কাজল মিয়া।
নারী বিভাগের প্রতিযোগিতা উলপুর ব্রিজ থেকে শুরু হয়ে ৮ কিলোমিটার পেরিয়ে হরিদাসপুর ব্রিজে গিয়ে শেষ হয়। এই বিভাগেও ছিলেন সাত প্রতিযোগী। ৪৬ মিনিট ৯ সেকেন্ড সময় নিয়ে বাকিদের পেছনে ফেলে সেরা হন সেনাবাহিনীর নাঈমা। ৪৭.২ মিনিট সময় নিয়ে নৌবাহিনীর জুলি আক্তার দ্বিতীয় আর ৪৮.২ মিনিট সময় নিয়ে তৃতীয় হন সেনাবাহিনীর সবুরা খাতুন।





সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close