‘ভারতের প্রতিবেশী দেশগুলো পাবে ভ্যাকসিন’
|
সময়ের আলো ডেস্ক : ভারতের তৈরি করোনা টিকা প্রথমে নেপালের মতো প্রতিবেশী দেশকে দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। দুদিনের কাঠামান্ডু সফরকালে এ কথা বলেন তিনি। শ্রিংলা বলেন, সবাই যেন সাশ্রয়ী মূল্যে ভ্যাকসিন পায় আমরা সে চেষ্টা করব। টিকার প্রথম অগ্রাধিকার দেওয়া হবে নেপালের মতো প্রতিবেশী দেশগুলোকে। বিশ^ব্যাপী ভ্যাকসিনের সবচেয়ে বড় উৎপাদক ভারত এ কথার পুনরাবৃত্তি করে শ্রিংলা বলেন, প্রধানমন্ত্রী মোদি স্পষ্ট বলেছেন ভ্যাকসিন শুধুমাত্র ভারতের জনগণের নয়, সবার জন্য। তিনি আরও বলেন, এই বিষয়ে আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখব এবং ভ্যাকসিন বাজারে প্রবেশের সঙ্গে নেপালের পূর্ণ সুবিধা পাবে। এক পর্যায়ে করোনা মোকাবিলায় আর্থিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহযোগিতার কথা উল্লেখ করেন শ্রিংলা। |