ষ বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
বোয়ালমারীর পরমেশ^রদী গ্রামে জমি-জমা বিরোধে মারধরের ঘটনায় শিউলি বেগম (৩০) নামের গর্ভবতীর বাচ্চা নষ্ট করার অভিযোগে মামলা হয়েছে। গৃহবধূর স্বামী মো. ওহিদ মিয়া (৩৮ ) বাদী হয়ে রোববার রাতে বোয়ালমারী থানায় মামলা করেন। আসামিরা হলোÑ রনি কাজী (২৭), মনেচ মৃধা (২৬), মাহফুজ কাজী (২৩), আইয়ুব খন্দকার (৪২), মো. সরোয়ার খান (৪৪)। ওই গৃহবধূ বর্তমানে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খালিদুর রহমান বলেন, শিউলি বেগমের গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে। বোয়ালমারী থানার এসআই স্বপন কুমার বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।