ষ গাজীপুর সংবাদদাতা
তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও গাজীপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলার সদর উপজেলার মনিপুর বাজার ও তালতলি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৪শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে দুজনকে কারাদণ্ড প্রদান ও আটজনকে ১ লাখ ৯৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা আহমদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
গাজীপুর আঞ্চলিক তিতাস গ্যাস অফিসের ব্যবস্থাপক সুরুজ আলম জানান, কিছু অসাধু লোকজনের সহযোগিতায় স্থানীয় লোকজন অবৈধভাবে গ্যাস সংযোগ প্রদান করে সরকারি সম্পদের অপচয় করছে। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ সংযোগ প্রদানের মূল হোতা মো. হাফিজুর রহমানকে ৩০ দিন এবং মো. মাঈনুদ্দিনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ওই এলাকার মো. রুবেলকে ৩০ হাজার, খাদিজা আক্তারকে ৭ হাজার, মো. আলমাসকে ২ হাজার, মো. আরশাদকে ২ হাজার, মো. শাহাদাৎ খাঁকে ২ হাজার, মো. কামাল হোসেনকে ২০ হাজার, মো. রইছউদ্দিনকে ৩০ হাজার এবং মো. শাহীন কাজীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে এলাকার চারটি পয়েন্টে অবৈধভাবে স্থাপিত ২ ইঞ্চি ব্যাসের ৬ কিলোমিটার পাইপলাইনের সংযোগস্থলসহ ১০০ মিটার পাইপলাইন অপসারণ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ফলে প্রায় ১ হাজার ২০০টি বাড়ির আনুমানিক ২ হাজার ৪০০ অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।