ষ সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ সিকাদরের বিরুদ্ধে বন বিভাগের জমি দখল করে পেয়ারা বাগান, গরুর ফার্ম, পুকুর ও একাধিক টিনের ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। কালিদাস বিটের কীর্তনখোলা মৌজার ৬১০ নম্বর দাগের প্রায় ৪ একর জমি দখল করে এসব স্থাপনা নির্মাণ করেন তিনি।
শহীদ সিকদার গত ৫ বছর আগে সখীপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি বিএনপি ছেড়ে সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনীত হন। অভিযুক্ত কাউন্সিলর শহীদ সিকদার বনের জমি দখলের অভিযোগ অস্বীকার করে জানান, কালিদাস বিট কর্মকর্তা ওই প্লটটি তার নামে বরাদ্দ দিয়েছেন বলে জানান। কালিদাস বিট কর্মকর্তা মুস্তানুর রহমান বলেন, শর্ত সাপেক্ষে প্লট দেওয়া হয়েছে। তিনি যদি প্লটের গাছ কেটে নিজস্ব স্থাপনা করে শর্ত ভঙ্গ করে থাকেন তাহলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।