ষ গাজীপুর সংবাদদাতা
করোনা মহামারি পরিস্থিতিতে শিক্ষার্থীরা যাতে ঘরে বসে পড়াশোনায় মনোযোগী হতে পারে সেজন্য দেশব্যাপী অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ইতোমধ্যে ৩১টি ডিসিপ্লিনে ৬ হাজার লেকচার অনলাইনে আপলোড করেছে জাতীয় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ^বিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিক্ষার্থীরা িি.িুড়ঁঃঁনব.পড়স/হঁবফঁঃঁনব এই ওয়েবসাইট লগইন করলে এই লেকচারগুলো পাবে। পর্যায়ক্রমে আরও সাড়ে ১১ হাজার লেকচার আপলোড করা হবে। প্রাতিষ্ঠানিক ও সুসংগঠিতভাবে অনলাইন শিক্ষা কার্যক্রম চালুর জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমের আওতায় অনলাইনে ১৪৫৮ জন শিক্ষকের ১৪৫৮টি কোর্সে মোট ১৭ হাজার ৫০০টি ভিডিও ক্লাস অপলোড করা হবে। একজন শিক্ষার্থী প্রত্যন্ত অঞ্চল থেকে খুব সহজে ক্লাস লেকচারের এই ভিডিও দেখতে পাবে।