জিসিক মেয়রের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়ে প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠান
গাজীপুর সংবাদদাতা
|
গাজীপুর সিটি করপোরেশনের (জিসিক) মেয়র অ্যাডভোটেক জাহাঙ্গীর আলমের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়ে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বার্ণাঢ্য র্যালির আয়োজন করে মেয়র অ্যাডভোটেক জাহাঙ্গীর আলম প্রতিবন্ধী বিদ্যালয়। পরে ভাওয়াল নাট মন্দিরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদফতর গাজীপুরের উপপরিচালক ও মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য এসএম আনোয়ারুল কবির। বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আফরোজা আক্তার রিবা, গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা আব্দুল হাদী শামীম, ডা. এসএম আহসান উল্লাহ, মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আসাদুজ্জামান তরুণ, উপদফতর সম্পাদক মাজহারুল আলম, প্রতিবন্ধী সেবা সংস্থার সভাপতি নাজমুল হোসেন ফারুক, প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্রের পরিচালক উম্মে কুলসুম প্রমুখ। |