জট খুলল লাশ উদ্ধারের
দেনা থেকে রেহাই পেতে পরকীয়া প্রেমিকাকে হত্যা করে প্রেমিক
কিশোরগঞ্জ প্রতিনিধি
|
স্বামীর সঙ্গে বিরোধের সুযোগে পরকীয়া সম্পর্কে জড়িয়ে প্রেমিকার কাছ থেকে হাতিয়ে নেয় ৩ লাখ টাকা। পাওনা টাকা ফেরত চাওয়া ও বিয়ের জন্য চাপ দেওয়ায় পরিকল্পিতভাবে গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করা হয় প্রেমিকাকে। ঘটনার শিকার কিশোরগঞ্জের কটিয়াদীর গৃহবধূ নূরুন্নাহারের লাশ অজ্ঞাতপরিচয় হিসেবে উদ্ধার করেছিল পুলিশ। পিবিআইয়ের তদন্তে জানা যায় তাকে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যান পরকীয়া প্রেমিক রুবেল আহম্মদ (৪৪)। পিবিআই এরই মধ্যে হত্যাকারী রুবেলকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার তিনি আদালতে হত্যার কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃত রুবেল (৪৪) জেলার করিমগঞ্জ উপজেলার নয়াকান্দি গ্রামের আব্দুল হামিদের ছেলে। ২ ডিসেম্বর গাজীপুর জেলার টঙ্গী উপজেলার দেওড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পিবিআই। মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ পিবিআইয়ের এসআই মোহাম্মদ জামির হোসেন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। |