রুপি কৌর ২৮ বছরের তরুণী। এখনও ছাত্র। কিন্তু ইনস্টাগ্রামের অন্যতম জনপ্রিয় কবি। লাখ লাখ অনুসারী তার। তিনি ছোট্ট ছোট্ট কবিতায় নারীর তীব্র আবেগ, আক্ষেপ, যন্ত্রণা, উল্লাস ধারণ করেন। নিজেই লেখেন নিজেই আঁকেন। কবিতার সঙ্গে সঙ্গে তার নিজের আঁকা ইলাস্ট্রেশনগুলো ভীষণ প্রাসঙ্গিকও।
ভারতের হরিয়ানায় জন্ম নেওয়া রুপি কৌর কানাডার নাগরিক। রুপি কৌরের প্রথম কবিতার বই ‘মিল্ক অ্যান্ড হানি’ (২০১৪) নিউইয়র্ক টাইমস বেস্ট সেলার হয়। দ্বিতীয় কবিতার বই ‘সান অ্যান্ড হার ফ্লাউয়ার’ প্রকাশিত হয় ২০১৭ সালে। যথাবিহিত এটিও বেস্ট সেলার।
এ বছরই বিবিসি তাকে বছরের সেরা শত নারীর তালিকায় ঠাঁই দেয়। মার্কিন জনপ্রিয় পত্রিকা দ্য নিউ রিপাবলিক তাকে ‘দশকের লেখক’ বলে উল্লেখ করে। তার তৃতীয় কবিতার বই ‘হোমবডি’ এ বছরের ১৭ নভেম্বর প্রকাশিত হয়েছে।