ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

শাবিতে অনার্স ৪র্থ বর্ষ ও মাস্টার্সের পরীক্ষা শুরু ১৭ জানুয়ারি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০, ৮:৪৪ পিএম  (ভিজিট : ৫১৩)
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী ১৭ জানুয়ারি থেকে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার সকালে একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান তিনি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সিদ্ধান্তের আলোকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের ফাইনাল পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামী ১৭ জানুয়ারি থেকে নেওয়ার ব্যাপারে সবাই একমত হয়েছে। ইতোমধ্যে প্রত্যেক শিক্ষাবর্ষের ২ সেমিস্টারের অনলাইন শিক্ষা কার্যক্রম শেষ হয়েছে। এছাড়া টার্মটেস্ট, এসাইনমেন্ট ও কুইজের মাধ্যমে ক্লাস পরীক্ষাগুলো মূল্যায়ন করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীরা যেন চাপমুক্তভাবে পরীক্ষা দিতে পারে সেটি আমরা দেখব। তাদের যেন কোনও অসুবিধা না হয় সে দিকটি আমরা বিবেচনা করব। শিক্ষার্থীদের আবাসনের বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের আবাসনের বিষয়ে যদি কারো সমস্যা হয় তাহলে তারা যেন সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করে। বিভাগ থেকে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। যেহেতু হল খোলার সুযোগ নেই, সেহেতু আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখব।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close