প্রকাশ: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০, ৮:৪৪ পিএম (ভিজিট : ৪৯৩)
৩৬শ কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া পিকে হালদারকে গ্রেপ্তারে কাজ শুরু করেছে ইন্টারপোল। তার বিরুদ্ধে চলা তদন্ত অব্যাহত রেখেছে দুদক।
মঙ্গলবার হাইকোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা জানিয়েছেন দুদকের আইনজীবী। এই বিষয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন বিবেচনায় নিয়ে গত ১৯ নভেম্বর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুল দিয়ে পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনতে ও গ্রেপ্তারে পদক্ষেপ বিষয়ে লিখিতভাবে দুদক চেয়ারম্যানসহ বিবাদীদের জানাতে বলেন।
এর ধারাবাহিকতায় ৯ ডিসেম্বর বিষয়টি আদালতে ওঠে। সেদিন আদালত পি কে হালদারের বিরুদ্ধে দুদকের করা মামলার তদন্ত ও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানোর অগ্রগতি জানতে নির্দেশ দেন। উচ্চ আদালতে ৩ জানুয়ারি পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা আছে।