বিজয় পদক পেলেন অভি মঈনুদ্দীন
সময়ের আলো ডেস্ক
|
![]() বাংলাদেশের পঞ্চাশ বছরে পদার্পণ এবং বিজয় দিবস উপলক্ষে শনিবার ‘স্টারপ্লাস কমিউনিকেসন বিজয় পদক ২০২০’ অনুষ্ঠানে অভি মঈনুদ্দীনের হাতে ‘বিজয় পদক’ সম্মাননা তুলে দেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। এদিকে প্রথমবারের মতো মৌলিক গান নিয়ে আসছেন অভি। গানটি লিখেছেন, সুর করেছেন এবং গেয়েছেন তিনি নিজেই। সঙ্গীতায়োজন করেছেন ইউসুফ আহমেদ খান।
|