ই-পেপার শনিবার ২০ এপ্রিল ২০২৪
শনিবার ২০ এপ্রিল ২০২৪

স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রবাসী মন্ত্রীর সাধুবাদ
প্রকাশ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০, ৭:০৭ পিএম  (ভিজিট : ৫৮৫)
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে সাধুবাদ জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। বিদেশ গমনেচ্ছু কর্মীদের সরকারি হাসপাতালে কোভিড-১৯ টেস্ট ফি কমায় এ সাধুবাদ জানান তিনি।  করোনা পরীক্ষার ফি দুই ধাপে ৩৫০০ টাকা থেকে ৩০০  টাকা নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার বিকেলে প্রবাসী সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।

বিজ্ঞপ্তিতে মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারী পরিস্থিতি চলমান থাকা সত্ত্বেও বাংলাদেশি কর্মীদের বৈদেশিক কর্মসংস্থান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সে প্রেক্ষিতে স্মার্টকার্ডধারী বিদেশগামী কর্মীদের কোভিড-১৯ টেস্ট ফি দুই ধাপে ৩৫০০ টাকা থেকে ৩০০ টাকা নির্ধারণ করায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close