ই-পেপার শুক্রবার ৪ অক্টোবর ২০২৪
শুক্রবার ৪ অক্টোবর ২০২৪

করোনাকালে নববর্ষের অনুষ্ঠান আয়োজন করে বিতর্কে নেইমার!
প্রকাশ: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০, ৯:০৪ পিএম  (ভিজিট : ৫৭৬)
নেইমারকে কেন্দ্র করে নতুন বিতর্কের জন্ম নিতে যাচ্ছে। কারণ করোনা মহামারির এই সময়েও বিপুল অর্থ ব্যয়ে তিনি নববর্ষের অনুষ্ঠান আয়োজন করেছেন বলে ব্রজিলীয় গণমাধ্যমে ব্যাপক গুঞ্জন রয়েছে। যদিও তার আইনজীবীরা এই দাবি অস্বীকার করেছেন।

ও গ্লোবো পত্রিকার কলাম লেখক এসেলমো গোয়েস লিখেছেন, ৫০০ মানুষের জন্য রিও ডি জেনেইরোর কাছে সুমদ্রসৈকত সংলগ্ন নিজের বিলাসবহুল বাসভবনে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) ফরোয়ার্ড। যেটি শনিবার শুরু হয়ে চলবে নববর্ষ পর্যন্ত।

অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিতর্ক সৃষ্টি নেইমারের জন্য নতুন কিছু নয়। প্রতিবেশীদের জ্বালাতন থেকে বাঁচতে তিনি নিজ গৃহে শব্দরোধক যন্ত্রপাতিও বসিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

মেট্রোপলস ওয়েবসাইটের কলাম লেখক লিও ডিয়াস নেইমারের ওই পার্টিতে অংশ নেয়া দুই শিল্পীর নামও বলে দিয়েছেন। এরা হলেন লুডমিল্লা এবং ওয়েসলি সাফাদাও। অনুষ্ঠানের কোন প্রমান যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেতে না পারে সে জন্য প্রবেশ পথেই কেড়ে নেয়া হয়েছে আমন্ত্রিত অতিথিদের মোবাইল ফোন।

বর্তমানে কোভিড ১৯ ভাইরাসে মৃতের দিক থেকে ব্রাজিলের অবস্থান দ্বিতীয়। দেশটিতে করোনায় এ পর্যন্ত ১ লাখ ৯১ হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। আক্রান্ত হয়েছে ৭৪ লাখেরও বেশি। নামকরা ইভেন্ট এজেন্সি এজেন্সিয়া ফ্যাব্রিকা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে নেইমারের আবাসস্থল কস্টা ভার্ডে থেকে নববর্ষের অনুষ্ঠান আয়োজনের বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এতে অবশ্য ১৫০ জনের আয়োজনের কথা বলা হয়েছিল। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মানার বিষয়টিকেও গুরুত্ব দেয়া হয়েছিল।’

তবে এই ফুটবল তারকার অনুষ্ঠান আয়োজন কিংবা এজেন্সিয়া ফ্যাব্রিকার বিষয় অস্বীকার করেছে নেইমারের আইনজীবীরা। তারা বার্তা সংস্থা এএফপিকে জানায়,‘না এটি ফ্যাব্রিকার কোন ইভেন্ট হতে পারে। এর সঙ্গে নেইমারের কোন সম্পর্ক নেই।’ নেইমারের বাসস্থানটি মাঙ্গারতিবায়। এটি রিওডি জেনিরো প্রদেশের একটি ছোট্ট শহর।

স্থানীয় টাউন হল কর্তৃপক্ষ নতুন বছরের কোনও অনুষ্ঠান আয়োজন না করার জন্য স্থানীয় ৪১ হাজার বাসিন্দার প্রতি অনুরোধ জানিয়েছে। এমনকি জনসমাগম ঠেকাতে সেখানে প্রতিবন্ধকতাও তৈরি করেছে। তারা এএফপিকে জানায়,‘এই ধরনের অনুষ্ঠান সম্পর্কে আমাদের কিছু জানা নেই।’

লিওঁর বিপক্ষে পিএসজির ম্যাচে পায়ের গোঁড়ালেিত চোট পাওয়ায় ১৩ ডিসেম্বর থেকে মাঠের বাইরে রয়েছেন নেইমার। এই অনুষ্ঠান বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি। সম্প্রতি কোনও মন্তব্য না লিখেই পারিবারিক ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে চলেছেন তিনি।

নেইমারের বিলাসবহুল বাস ভবনটির আয়তন ১০ হাজার বর্গ মিটার। যেখানে রয়েছে হেলিপোর্ট, খেলাধুলার মাঠ, স্পা, সাউনা, ম্যাসেজ পার্লার, জিমনেসিয়াম ও ডাইনিং এলাকা। বাসস




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close