ই-পেপার শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪
শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪

উন্মুক্ত বেবি বাম্প নিয়ে আনুশকা শর্মা
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ১:৩৪ পিএম  (ভিজিট : ২২৩৯)
আনুশকা শর্মা মা হতে চলেছেন। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। গত আগস্টে মা হওয়ার খবর জানিয়েছেন এ অভিনেত্রী। এরপর বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তার বেবি বাম্পের ছবি পোস্ট করেছেন। এবার ভোগ ইন্ডিয়ার প্রচ্ছদে দেখা গেছে তাকে উন্মুক্ত বেবি বাম্প নিয়ে।

ম্যাগাজিনের প্রচ্ছদ ছাড়াও ফটোশুটের আরো কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে। একটি ছবিতে সব্যসাচী মুখার্জির ডিজাইন করা লং কোট ও পাজামায় দেখা গেছে তাকে।

আনুশকার উদ্ধৃতি দিয়ে ম্যাগাজিনটি ক্যাপশনে লিখেছে, মা-বাবা হওয়ার সৌন্দর্যটা এটাই। নিঃস্বার্থভাবে বেঁচে থাকা এবং আমি খুবই উচ্ছ্বসিত। আমি জানি সবসময় এটি সহজ হয় না, কিন্তু আপনার যা করা উচিত সেটিই করতে হবে। এই সময় মেডিটেশন ভীষণ জরুরি। চিন্তামুক্ত থাকতে হবে। সেই সঙ্গে যে কোনো পরিস্থিতির জন্যও তৈরি থাকা প্রয়োজন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close