প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ৩:৫৯ পিএম (ভিজিট : ৫১৬)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়। উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান সভায় সভাপতিত্ব করেন।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক আব্দুল আলীম। তিনি বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী গতকাল পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ জরুরি সিন্ডিকেট সভায় সেটি গৃহীত হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের আরেক সিন্ডিকেট সদস্য অধ্যাপক হাবিবুর রহমান বলেন, ‘শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রারকে অব্যাহতি দেওয়ার বিষয়টি আলোচনা করতেই জরুরি সভা আহ্বান করা হয়। এরই মধ্যে রেজিস্ট্রার পদত্যাগপত্র জমা দেন। তাই বিষয়টি সিন্ডিকেটে গৃহিত হয়েছে। ১লা জানুয়ারি থেকে পদত্যাগের বিষয়টি কার্যকর হবে।’
এর আগে, গত ১৩ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারীকে অব্যাহতি দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপাচার্যকে নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত কমিটির সঙ্গে অসহযোগিতামূলক অসদারচণ করেছেন।