ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ৮:৪২ পিএম  (ভিজিট : ১০৪০)
রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম (৩৩) নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এসআই কামরুল মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। বুধবার দিবাগত রাত ১১টার দিকে এপিবিএন মাঠের পশ্চিম পাশে একটি গাড়ির ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছে, ঘটনাস্থলেই এসআই কামরুল নিহত হন।

বাচ্চু মিয়া জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে আনার পরপরই তিনি মারা গেছেন। পুলিশ মরদেহ রাজারবাগ পুলিশ নাইন্সে নিয়ে গেছে।

গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক সুহানা ছিদ্দিকা জানাান, রাজারবাগ পুলিশ নাইন্সে বাদ জোহর নামাজে জানাজা শেষে কামরুলের মরদেহ তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় নেওয়া হবে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। বাসস




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close