দেশে আরও ৯৯০ জনের করোনা শনাক্ত
সময়ের আলো অনলাইন
|
![]() শুক্রবার (১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শুক্রবার (১ জানুয়ারি) পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৭ লাখ ৩৬ হাজার ৬৮০ জন করোনা রোগী শনান্ত হয়েছে। ফলে শনাক্তে করোনার মোট সংক্রমণ দাঁড়িয়েছে ৮ কোটি ৩৮ লাখ সাড়ে ৯ হাজারের বেশি। একই সময়ে ১৩ হাজার ৪১১ মৃত্যু হয়েছে, ফলে মোট ১৮ লাখ ২৫ হাজার ৭৮০ জনের মৃত্যু হয়েছে গোটা বিশ্বে। |