এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ, ১০ জানুয়ারি চার্জ গঠন
সিলেট ব্যুরো
|
![]() রোববার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আসামিদের উপস্থিতিতে বিচারক মোহিতুল হক এ তারিখ ধার্য্য করেন। এছাড়া আগামী ১০ জানুয়ারি চার্জ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত। আদালতের পিপি রাশেদা সাইদা খানম জানান, মামলার বাদী পক্ষ এ সময়ের মধ্যে অভিযোগপত্র পর্যালোচনা করবে। তাদের নারাজি না থাকলে অভিযোগ গঠনের মধ্য দিয়ে চাঞ্চল্যকর এ মামলার বিচারকার্য শুরু হবে। প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নববধূকে দলবেঁধে ধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। নির্যাতিতার স্বামীর মামলার পরিপ্রেক্ষিতে ৮ জনকে অভিযুক্ত করে গত ৩ ডিসেম্বর চার্জশিট দাখিল করে পুলিশ। রোববার শুনানি শেষে বাদী পক্ষকে নারাজির সময় দেয়া হয়। এদিকে একই মামলায় আদালতে জামিন চাইলে আসামি শাহ মাহবুবুর রহমান রনির আবেদন নামঞ্জুর করেন বিচারক।
|