শীতে শিশুদের প্রতি চাই বাড়তি যত্ন। চাই বাড়তি সতর্কতা। কারণ শিশুদের সহজেই ঠান্ডা লাগার ঝুঁকি থাকে।
ষ শিশুকে শীতের আবহাওয়া উপযোগী সুতির গরম পোশাক পরান।
ষ ইলাস্টিক দেওয়া কিছু ব্যবহার না করাই ভালো।
ষ শীতকালে অতিরিক্ত পোশাক পরাবেন না। এতে শিশুর শরীরের তাপমাত্রা বেড়ে জ্বর এসে যেতে পারে।
ষ শীতের সময় শিশুকে তিন ঘণ্টার বেশি ডায়াপার পরিয়ে রাখবেন না। এতে ঠান্ডা লেগে যেতে পারে।
ষ শিশুর নাক-কান পরিষ্কার করতে যাবেন না। তবে লবণ পানিতে ভিজিয়ে নরম কাপড়ের সাহায্যে নাসারন্ধ্র পরিষ্কার করে দেওয়া যায়। সাবধানে নখ কাটবেন।
ষ সদ্যোজাত শিশুর ক্ষেত্রে তো নয়ই, অন্তত শিশুর আট মাস বয়স অবধি বেবি ক্যারিয়ার ব্যবহার করবেন না। এতে মেরুদণ্ডে চাপ পড়ে।ষ চিকিৎসাপত্র ডেস্ক