ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান
নিজস্ব প্রতিবেদক
|
![]() মঙ্গলবার ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। বেলা সোয়া ১১টা থেকে শুরু হওয়া এ অভিযান চলে বিকেল পর্যন্ত। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আকরাম জাগো নিউজকে বলেন, শ্যামলী ও আগারগাঁও এলাকায় অনেকগুলো সরকারি-বেসরকারি হাসপাতাল রয়েছে। এসব হাসপাতালকে কেন্দ্র করে আশপাশের রাস্তা ফুটপাতে অবৈধ দোকানপাট গড়ে উঠেছিল। এতে ফুটপাত দিয়ে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারছিলেন না। এজন্য ফুটপাতে থাকা খাবারের দোকান, বসতি, চিকিৎসাসামগ্রী বিক্রির অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়েছে।
|