ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

র‌্যাকের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রকাশ: বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১, ৭:০০ পিএম  (ভিজিট : ২৭৪)
দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন- র‌্যাক এর প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দঘনভাবে পালিত হয়েছে।  মঙ্গলবার রাতে সেগুনবাগিচায় এক রেস্টুরেন্টে কেক কেটে ও প্রীতি নৈশভোজের মধ্য দিয়ে সংগঠনের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্ধ সমাজের সকল স্তরের দুর্নীতি বন্ধে অনুসন্ধানী সাংবাদিকতায় জোর দেয়ার আহবান জানান।

অনুষ্ঠানে র‌্যাকের সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহম্মদ ফয়েজের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াছ খান। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্য, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কোষাধ্যক্ষ দীপ আজাদ, ডিইউজের সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালীন নোমানী, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি মিজান মালিক, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, ডিআরইউ সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ, কবির আহমেদ খান, রিয়াজ চৌধুরী, ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সাধারণ সম্পাদাক মোহাম্মদ ইয়াসিন, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক দীপু সরোয়ার, র‌্যাকের

সাবেক সাবেক সভাপতি মোর্শেদ নোমান, সাবেক সাধারণ সম্পাদক এসএম সাগর, আদিত্য আরাফাত, যুগ্ম-সাধারণ সম্পাদক জেমসন মাহবুবসহ বিভিন্ন সংগঠনের উচ্চ পদস্থ সাংবাদিক নেতারা।

অতিথিরা দুর্নীতি প্রতিরোধে র‌্যাকের দীর্ঘ পথচলার প্রশংসা করেন এবং দেশ থেকে দুর্নীতিবাজদের লাগাম টানতে র‌্যাকের অগ্রণী ভূমিকা প্রত্যাশা করেন।

প্রসঙ্গত, ২০০৫ সালের ১১ জানুয়ারি দুদকে কর্মরত সাংবাদিক সংগঠনের পথচলা শুরু হয়। প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন ইংরেজী দৈনিক নিউ এইজ পত্রিকার শহীদুজ্জামান ও সাধারণ সম্পাদক ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার মিজান মালিক।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close