ঝিনাইদহে ট্রাক-নছিমন সংঘর্ষ, নিহত ৭
সময়ের আলো অনলাইন
|
![]() বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। ঝিনাইদহ ও শৈলকুপা ফায়ার সার্ভিস এবং পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকুপা (সার্কেলের) সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম গণমাধ্যমকে জানান, শৈলকুপা শেখপাড়া এলাকা থেকে নছিমন যোগে বেশ কিছু নির্মাণ শ্রমিক কাজ শেষে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন। এ সময় ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক ওই স্থানে পৌঁছালে নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
|