শীতার্তদের পাশে দাঁড়াতে কাতার চ্যারিটির ‘মিলিয়ন স্মাইলস’
নিজস্ব প্রতিবেদক
|
![]() ‘ওয়ার্মথ এন্ড পিস’ শিরোনামে এই প্রচারাভিযানের লক্ষ্য হচ্ছে- বিভিন্ন দেশে শীতে বিরূপ পরিস্থিতির মুখোমুখি হওয়া বাস্তুচ্যুত ও শরণার্থীদের কাছে প্রয়োাজনীয় খাদ্য, গরম কাপড়, স্বাস্থ্য ও শিক্ষা সংক্রান্ত সমস্ত উপকরণ সরবরাহ করা। এই উদ্যোগে অংশ নিচ্ছেন মিডিয়া ব্যক্তিত্ব, খেলোয়াড়, আইনজীবী এবং প্রচারকর্মীরা। কাতার চ্যারিটি এমন একটি সময়ে ‘মিলিয়ন স্মাইলস’ সূচনা করেছে, যখন বিভিন্ন দেশে শরণার্থী এবং বাস্তুচ্যুত অসংখ্য মানুষ প্রচণ্ড শীতে কঠিন পরিস্থিতিতে জীবনযাপন করছে। পাশাপাশি তাদের খাদ্য, ওষুধ, কম্বল এবং আশ্রয়ের প্রয়োজনীয়তাও রয়েছে। কাতার চ্যারিটি সামাজিক যোগাযোগ নেটওয়ার্কগুলোতে যুক্তদের এবং সাধারণ জনগণকে এই মানবিক লক্ষ্য অর্জনের পথে যে যার অবস্থানে থেকে প্রচারাভিযানে শামিল হওয়ার আহবান জানিয়েছে। |